নিয়মিত মাদক সেবন ও চুরির দায়ে রুমান (২৫) নামে এক মাদকাসক্তকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৪ এপ্রিল) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন এ দণ্ড প্রদান করেন।
এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, কাকরকান্দি ইউনিয়নের হাতিবান্ধা গ্রামের ময়নাল হকের ছেলে রুমান গাম ও গাঁজা সেবন করে নিয়মিত। নেশার টাকা জোগাড় করতে প্রায়ই এলাকায় বৈদ্যুতিক মোটরসহ নানা জিনিসপত্র চুরি করে। কিছুদিন আগে চোরাই মালসহ ধরা খেলে পুলিশে দেওয়ার পর মামলার বাদী না পাওয়ায় তাকে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়। কিন্তু তারপরও থামেনি চুরি ও মাদক সেবন। গত কয়েকদিন আগে সুতিয়ারপাড় গ্রামের আমবাজের বৈদ্যুতিক মোটর চুরি করে রুমান। এরপর সোমবার দুপুরে একই গ্রামের জনৈক মুঞ্জুর মোটরের কাছে বসে গাম সেবন করছিল। এসময় এলাকাবাসী দেখে ফেললে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে সাক্ষ্যপ্রমাণ শেষে দোষী সাব্যস্ত হওয়ায় রুমানকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।