আজ ১৮ অক্টোবর, ২০২১ তারিখ স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বৃক্ষ রোপন, কেক কাটা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা রাজারহাট উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজারহাট উপজেলার চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী (বাপ্পি), ভাইস চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান সাবু (মন্ডল),এসিল্যান্ড আকলিমা বেগম,ওসি রাজু সরকার, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য আব্দুস সালাম, প্রাণী সম্পদ কর্মকর্তা জোনায়েদু করিম,পিআইও কর্মকর্তা মোঃ সজিবুল করিম, এলজেডি কর্মকর্তা মোঃ আবু তাহের, ফায়ার সার্ভিস ও সিভিলডিফেন্স কর্মকর্তা মোঃগোলাম মোস্তফা,রাজারহাট মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, সহ সম্পাদক মোঃ মকবুল হোসেন (মুন্না) সহ রাজনৈতিক ব্যক্তি গন।
সারা দেশের ন্যায় কুড়িগ্রাম জেলা, রাজারহাট উপজেলায় যথাযথ মর্যাদায় দিবসটি পালিত হয় এবং সর্ব শেষ এক মিনিট নিরাবতার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন রাজারহাট উপজেলা র চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি।
রাজারহাট, কুড়িগ্রাম।
তারিখঃ১৮/১০/২০২১ইং