গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ উপজেলা শাখার আয়োজনে আগমী ১৮ অক্টোবর ২০২১ তারিখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ অক্টোবর রবিবার বিকালে পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে খেলা শেষে বিজয়ী ও রার্নাস আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি ওমর ফারুক রুবেলের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান মিল্লাত,যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ সরকার মিকাত,পৌর ছাত্রলীগ নেতা রিফাত সরকার, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের পলাশবাড়ী পৌর শাখার সভাপতি রাকিবুল হাসান শাওন ,সাবেক ছাত্রনেতা তাজুল ইসলাম, স্বপন মিয়াসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের সভাপতি সম্পাদকগণ উপস্থিত ছিলেন।