পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) এর নড়াইল জেলায় যোগদানের পর হতে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায়,নানা সাফল্য অর্জন করে নড়াইল বাসির কাছে মানবিক পুলিশ সুপারে পরিচিত পেয়েছে এ মানবিক পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।(২৫ ফেব্রয়ারী) ২০২১ সালে নড়াইলে যোগদান করেন তিনি।যোগদানের পর হতে নড়াইলে গুম,খুন,হানাহানী,মারামারী,কাইজা,চুরি,ছিন্তাই,
ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কর্মকান্ড বন্ধ হয়েছে।এদিকে,পারিবারিক কলহে অনেক পরিবার মামলা করে স্বামীকে হয়রানী করেন।কিন্তু এ মানবিক পুলিশ অফিসার হয়রানী বন্ধ করতে উভয় পক্ষকে ডেকে এনে শান্তিপ্রিয় মিমাংশা করে দেন এমন একাধীক নজির নড়াইল বাসির নজরে রয়েছে।হয়রানী নয় সেবাই আমাদের পুলিশের ধর্ম,এটাই পুলিশ সুপার প্রবীর কুমার রায় এর মূল মন্ত্র বলে নড়াইল বাসি বিশ্বাস করেন,তারই ধারাবাহীকতায় নড়াইল বাসি আজ নির্বিগ্নে নির্ভয়ে রাতে ঘুমাতে পারছেন এবং আপনি আরামে পরিবারের সদস্যকে নিয়ে ঘুমিয়ে আছেন কিন্তু পুলিশ আপনার মহল্লায় টহল ডিউটি করে আপনাদের জান মালের পাহাড়া দিচ্ছেন। মানবিক পুলিশ অফিসার ন্যায় নিষ্ঠার সাথে সাধারন জনগনকে সেবা দেয়ার কারনেই প্রমোশন পেয়ে নড়াইল থেকে বিদায় নিবেন এবং নড়াইল বাসি হারাবেন,অসহাদের বন্ধু ন্যায় নিষ্ঠার প্রতিক,মানবিক পুলিশ অফিসারকে।হারাবেন নড়াইলের শান্তি,নেমে আসবে আবারও হানাহানী মারামারী,ছেয়ে আসবে অপশক্তির কালো ছায়ায়। মহামারী করোনাকালীন সময় নড়াইল জেলা পুলিশের একাধীক টিম স্বাস্থসামগ্রী নিয়ে স্বাস্থসচেতনতা মূলক প্রচার প্রচারনা করে নড়াইল বাসিকে স্বাস্থবিধী মেনে চলতে রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছেন এবং মাক্স বিতারন,সেনিটাইজার দিয়ে হাত ধোয়াসহ সর্বপ্রকার সচেতন করতে প্রচার প্রচারনা চালিয়েছেন।
পুলিশ সুপার প্রবীর কুমার রায় পিপিএম (বার) মহামারী করোনাকালীন সময়ে নিজের জিবন বাজী রেখে জনসাধারণদের স্বাস্থ্যবিধী মেনে চলতে হ্যান্ডমাইক হাতে নিয়ে রাস্তায় রাস্তায়,মোড়ে মোড়ে,হাট বাজারে,বাস স্টান্ডে স্বাস্থ্যবিধী মেনে চলতে প্রচার প্রচারনা চালিয়ে জনসাধারণকে সতর্ক করে স্বাস্থবিধী মেনে চলতে সহযোগীতা করেছেন।পুলিশ সুপার প্রবীর কুমার রায়,ন্যায় নিষ্ঠার সাথে যগ্যতা অনুযায়ী পুলিশের কনেষ্টোবল পদে সর্বপ্রকার নিযোগ পরিক্ষা চলমান রয়েছে।ঘুষ নয়,যগ্যতা দিয়েই হোক আপনার স্বপ্ন পূরন,জনগনের সেবা দেয়ায় পুলিশের ধর্ম বলেও নড়াইল জেলা পুলিশের শ্লোগানে রুপান্তরীত করেছেন মানবিক পুলিশ অফিসার প্রবীর কুমার রায় পিপিএম (বার)।