ময়মনসিংহের ফুলপুরে “বড়ইকান্দী বধ্যভূমি” অবৈধ দখলদার নদীখেকো বালুদস্যূ চক্রের কবল থেকে মুক্ত করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার (২ এপ্রিল)”আমরা ক’জন ফেসবুক বন্ধু” এর আহ্বানে বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন এর আয়োজনে বিকাল ৩ ঘটিকায় বড়ইকান্দী বধ্যভূমিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের সভাপতি সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিক,ফুলপুরের সিনিয়র সাংবাদিক হৃদি মোতালেব,স্বেচ্ছাসেবক ফাউন্ডেশন ফুলপুর উপজেলা শাখার প্রধান মাসুদ হোসাইন,বওলা স্বেচ্ছাসেবক সংগঠনের রবিউল হক বাবু সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন,
মানববন্ধনে উপস্থিত স্থানীয় লোকজন জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন ফুলপুর ময়মনসিংহ সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে উক্ত বধ্যভূমিটি উদ্ধার করে মুক্তিযুদ্ধের স্থাপনা ও স্মৃতি চিন্হগুলো সংরক্ষণের দাবী জানান।