ঝিনাইদহে বিনা তদবিরে ৭ জন নারীসহ ৪৯ জন পুলিশ কনস্টেবল পদে চাকরি পেয়েছেন। বুধবার রাত ১২ টায় ঝিনাইদহ পুলিশ লাইনসে নিয়োগ ওই চাকরি প্রত্যাশীদের নামের তালিকা ঘোষণা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ পুলিশ সুপার মো. মুনতাসিরুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুজ্জামান, কুষ্টিয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইদ আনোয়ার, সদর সার্কেল এসপি আবুল বাশার, সদর থানার ওসি শেখ মোহাম্মদ সোহেল রানা, ওসি তদন্ত এমদাদুল হক,
ট্রেনিং রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ কমিটির সভাপতি ও ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ মুনতাসিরুল ইসলাম জানান, গত ৯ মার্চ ঝিনাইদহ পুলিশ লাইনস মাঠে শুরু হয় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা। এতে অনলাইনে ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৫ হাজার জন চাকরি প্রত্যাশী মাত্র ১০০ টাকা ফি দিয়ে চাকরির জন্য আবেদন করেন।
তিনি জানান, নিয়োগ পরীক্ষার বিভিন্ন ধাপ অতিক্রম করে ১৫৩ প্রার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন। পরে তাদের ঝিনাইদহ জেলায় নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদের বিপরীতে সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটাপদ্ধতি অনুসরণ করে মেধাক্রমে ৪২ জন পুরুষ ও ৭ জন নারীসহ মোট ৪৯ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। পরে ঝিনাইদহ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ বোর্ড কমিটি নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।
পুলিশ সুপার আরও জানান, নিয়োগ পরীক্ষা চলাকালীন সময়ে ঢাকা থেকে নিয়োগ কমিটির মনিটরিং দল পর্যবেক্ষনে ছিলেন।
এছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, আনসার, মুক্তিযোদ্ধা ও পুলিশের পোষ্য কোটাসহ সাধারণ কোটায় ৯৪ জনকে চূড়ান্ত ভাবে নির্বাচন করা হয়েছে।