দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পূর্ব গৌরীপাড়া,থানাপাড়ার জনসাধারনের রেকর্ডিকৃত সম্পত্তি ‘‘কবরস্থান’’ আনোয়ারুল কাদির নামে এক ব্যক্তি জবরদখল করে চলমান রেকর্ডে নিজ নামে মাঠ পর্চা ও নামজারি করেছেন। এর প্রতিবাদে গতকাল জুম্মার নামাজের পর তিন গ্রামের কয়েকশত মানুষ ফুলবাড়ী-ঢাকা মহাসড়ক অবরোধ করে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেছেন।
মানববন্ধনে বক্তারা শত বছরের বাপ,দাদার কবরস্থান থেকে জবরদখলদার আনোয়ারুল কাদিরের নাম চলমান রেকর্ডের মাঠ পর্চা ও নামজারি থেকে নাম বাদ দিয়ে জনসাধরণের কবরস্থান নামে মাঠ পর্চা ও নামজারির দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নাজমুল হক নাজিম,বীরমুক্তিযোদ্ধা আব্দুস সামাদ,থানাপাড়া মসজিদের সভাপতি মওলানা আলতাব উদ্দিন,সংশ্লিষ্ট্য ওয়ার্ড কাউন্সিলর মোঃ মমতাজ পারভেজ।
মানববন্ধন চলাকালে মহাসড়কের দুই ধারে শতাধিক যানবাহন আটকা পড়ে। ফুলবাড়ী থানা পুলিশের সহযোগীতায় যান চলাচল সাভাবিক হয়।
মোঃ হারুন-উর-রশীদ
ফুলবাড়ী,দিনাজপুর প্রতিনিধি
মোবাইল নং ০১৭১৭৮১৭৬১৭
তারিখ ঃ ০১.০৪.২০২২ইং