গত ৩০ শে মার্চ রোজ বুধবার দাকোপ উপজেলা ইসলামি আন্দোলনের পক্ষ থেকে ইসলামি আন্দোলনের বাস নিয়ে শত শত কর্মী ঢাকা মুখো। মোজাহিদরা ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশের উদ্দেশ্য রওনা হয়। সমাবেশকে সফল করতে ইসলামি আনদোলনের হাত পাখার সাহসী নেতা আলহাজ্ব হযরত মাও সৈয়দ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই বরিশাল। ইসলামি আন্দোলনের পীর সাহেব হুজুরের ডাকে সাড়া দিয়ে লক্ষ লক্ষ মুসলিমের সমাগম সোহরাওয়ার্দী উদ্যানের দিকে স্রোতের গতি নিয়ে রওনা। সবার মুখে একটাই স্লোগান “চলো চলো ঢাকা চলো” জাতীয় সমাবেশ সফল করো। শুক্রবার সবাই চলো”সেই সংঙ্গে আওয়াজ তোল” মদের লাইসেন্স বাতিল করো। ইসলামি আনদোলনের সমাবেশের মূল উদ্দেশ্য মদের লাইসেন্স বাতিল, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ আরো অন্য অন্য বিষয় নিয়ে এ মহাসমাবেশ আয়োজন। এ মহাসমাবেশে যোগ দিয়েছেন। বিভিন্ন এলাকা, ইউনিয়ন, উপজেলা, জেলার সেচ্চাসেবক কর্মীরা। পাশাপাশি ইসলাম প্রিয় মানুষ গুলো।