আমাদের কর্মই আমাদের ভবিষ্যত, ভালো উৎপাদনের ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন” এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মাজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এছাড়াও বক্তব্য রাখেন, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, কৃষি অফিসের উদ্ভিদ বিভাগের উপ-সহকারি মোঃ মনজরুল হক প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ দিলোয়ার হোসেন, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মেদ বাবুলসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন