ময়মনসিংহে ফুলপুর উপজেলা ৮ নং রুপসী ইউনিয়নের রুপসী বাজারে আজ ১ ই এপ্রিল শুক্রবার রাত ১২-৪৫ মিনিটে হঠাৎ বিদ্যুতের শর্টসার্কিট আগুণে পুড়ে গেলো প্রায় সাতটি দোকান সহ লক্ষ লক্ষ টাকার মালামাল ক্ষয়ক্ষতি, সংবাদ পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভীসের একটি ইউনিট উপস্থিত হয়ে অক্লান্ত পরিশ্রম করে আগুণ নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়।
উক্ত আগুণ লাগার ফলে ৭ টি দোকানসহ ১০লক্ষ ২০ হাজার টাকার মালামাল ও নগদ অর্থ আগুণে ক্ষয় ক্ষতির পরিমাণ জানা যায়।
আরও জানাযায় – এই মর্মান্তিক ঘঠনার আবির্ভাবের সংবাদ শুনে তাৎক্ষণিক ঘঠনা স্থলে উপস্থিত হয়ে ক্ষতি গ্রস্ত দোকান মালিকদের মাঝে নগদ অর্থসহ শান্ত্বনা মূলক বক্তব্যের পাশাপাশি তাদের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন ফুলপুর উপজেলা বর্তমান চেয়ারম্যান জনাব আতাউল করিম রাসেল, ও বর্তমান ৮ নং রুপসী ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহ্ সুলতান চৌধুরী।
এখন পর্যন্ত আগুণে পুড়ে যাওয়া দোকান মালিকদের নামগুলো হচ্ছে
১/ইদ্রীস মিয়া চায়ের দোকানদার –
২/রায়হান -মনোহারি-
৩/শাহিন – চায়ের দোকানদার
৪/আল- আমিন -ইলেকট্রনিক –
৫/ইসান ডাক্তার- ঔষধ
৬/হরমুজ আলী-কাচামনোহরি
৭/ আজহারুল ইসলাম- কাচামনোহরি – মালামাল সহ পুড়ে যায় আরোও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ বিভিন্ন আসবাবপত্র।