বগুড়ার আদমদীঘির সান্তাহারে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত(৪০) এক নারীর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
৩০ মার্চ(বুধবার) বেলা সাড়ে ১২ টার দিকে বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানার সামনে ৩নং প্লাটফর্মে অজ্ঞাত ওই নারী ট্রেনে কাটা পড়ে নিতহ হন। রেলওয়ে থানা পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। তবে নিহত নারীর পরিচয় এখনো পাওয়া যায়নি।
সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেন্দ্র চন্দ্র দাস এর নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, বুধবার বেলা সাড়ে ১২টায় চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে প্রবেশের সময় ৩নং প্লাটফর্মের জিআরপি থানার সামনে ওই অজ্ঞাত নারী ট্রেনে কাটা পড়ে নিহত হন। ধারনা করা হচ্ছে নারীর শ্রবন শক্তি কম থাকায় ট্রেন আসার শব্দ না শোনার কারণে ট্রেনের ধাক্কায় লেগে কাটা পড়ে নিহত হন।
তিনি আরও জানান, এব্যাপারে সান্তাহার জিআরপি থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।