জীবন কি অদ্ভুত জিনিস! না শূণ্য খাতায় কখনো পূর্ণতা নাই ,
কখনো আলো দিয়ে যায়, কখনো বা,গহীন আঁধারে হারায় ।
সবদিক থেকে কেউ হয় না তো সুখী তবুও নিয়তি মানে না বাঁধা বিরোধী কখনো বা জীবন থেমে যায় অচেনায়;
তবুও মানুষ চলে অবিরত সময় ধরে ঘড়ির কাঁটা ধরে আশা বেঁধে বুকে।
কেউ বা চলছে আগামীর প্রহর গুনে ,হয়তো থামছে কেউ বর্তমানের ভীড়ে ।
তবুও কি থেমে থাকে কারো জীবন? প্রকৃতির আলোয় জ্বলছে সকলের জীবন।