▪️ব্যাংকে যদি ঋণ থাকে তা নির্বাচনের মাস পর্যন্ত আপডেট করে নিবেন।
▪️বিদ্যুৎ বিল গ্যাস বিল ওয়াসা বিল ট্রেড লাইসেন্স যদি নিজ নামে থাকে তাহলে নির্বাচনের মাস পর্যন্ত এগুলো আপডেট করে নিবেন।
▪️যে কোন মামলার গর হাজিরা বা ওয়ারেন্ট থেকে মুক্ত থাকবেন।
▪️নিজের নামে কোথাও কোন মিথ্যা মামলা আছে কিনা তা খবরাখবর নিয়ে আপডেট থাকার চেষ্টা করুন।
▪️ইনকামট্যাক্স ফাইল আপডেট রাখা খুবই জরুরী। দ্রুত চলতি বৎসরের আয়কর রিটার্ন জমা দিয়ে ক্লিয়ারেন্স সার্টিফিকেট, একনলেজমেন্ট, রিটার্নের সার্টিফাইড কপি নিজের সংগ্রহে রাখুন। নমিনেশন সাবমিট করার সময় এগুলো প্রয়োজন হবে।
▪️একজন অভিজ্ঞ আইনজীবি দ্বারা নমিনেশন ফরম পূরণ করুন, সাথে আয়কর আইনজীবির পরামর্শ বাঞ্ছনীয়।
▪️উপর্যুক্ত বিষয়াদির প্রতি যথাযথ গুরুত্ব দিবেন। অন্যতায় আপনার প্রতিপক্ষের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হতে পারে এবং এই সমস্ত দুর্বলতার কারণে আপনার নমিনেশনও বাতিল হতে পারে।
অতএব সারা বৎসর মাঠে ময়দানে দেশ সেবায় যথেষ্ট অর্থ সময় মেধা পরিশ্রম করে শেষমেশ সামান্য অবহেলার কারণে ঘাটে এসে তরী ডোবানো বা আপনার নমিনেশন বাতিল হোক সেটা কোন বিবেকবান মানুষ কামনা করতে পারেনা।
আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও সফলতা কামনা করছি।
নিবেদক —
মোহাম্মদ ইসতিয়াক আহমদ।
এলএল.বি. (অনার্স), ২য় বর্ষ,
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম।
সহকারী কনসালটেন্ট – ট্যাক্স সলিউশন সেন্টার।
১২৪/২৩১, শেখ মুজিব রোড, চৌমুহনী মোড়, আগ্রাবাদ, চট্টগ্রাম।
মোবাইল: ০১৮৭৫৭৩৭৭৮১