ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওয়ামী লীগের মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বালিয়াডাঙ্গী উপজেলায় মোট ৮ টি ইউনিয়ন রয়েছে। মনোনয়ন সংহগ্রহ করেছেন, পাড়িয়া ইউনিয়নে ৩ জন ,চাড়োল ইউনিয়নে ৫জন, ধনতলা ইউনিয়নে ৬জন, বড় পলাশবাড়ী ইউনিয়নে ৭জন, দুওসুও ইউনিয়নে ১০ জন,ভানোর ইউনিয়নে ৮জন, আমজানখোর ইউনিয়নে ৫জন ও বড়বাড়ী ইউনিয়ন ৩ জন।
বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়,গতকাল শনিবার (১৬ অক্টোবর) বিকেল পর্যন্ত ৮টি ইউনিয়নের ৪৭ জন প্রার্থী দলীয় মনোয়ন সংগ্রহ করেছেন।
১ নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ:
পাড়িয়া ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ফজলুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী রুবেল, লাহিড়ী আঞ্চলিক শাখা যুবলীগের সভাপতি খশিয়র রহমান।
২য় চাড়োল ইউনিয়ন পরিষদ :
চাড়োল ইউনিয়ন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী, জেলা পরিষদের সদস্য মঈনুল হক, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান শাহেদী, ছাত্রলীগের লাহিড়ী আঞ্চলিক শাখার সভাপতি সম্পাদক মোশাররফ হোসেন।
৩নং ধনতলা ইউনিয়ন পরিষদ :
ধনতলা ইউনিয়ন থেকে মনোয়ন সংগ্রহ করেছেন, বর্তমান চেয়ারম্যান সমর চ্যাটার্জী নুপুর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দুলাল রব্বানী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সহিদুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অমিকান্ত সাহা, বীর মু্ক্তিযোদ্ধা সফিকুল ইসলাম।
৪নং বড়পলাশবাড়ী ইউনিয়ন পরিষদ :
বড়পলাশবাড়ী ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাহাবুদ্দিন মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা উপ-দপ্তর সম্পাদক মো. গোলাম রব্বানী মিঞা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সবুর, বড়পলাশবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড কৃষকলীগের প্রচার সম্পাদক অসীম হায়াত পাঞ্জাব, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জুলফিকার আলী।
৫নং দুওসুও ইউনিয়ন পরিষদ :
দুওসুও ইউনিয়নে মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান চেয়ারম্যান আব্দুস সালাম, তাঁর আপন ভাই দুওসুও ইউনিয়নের আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মোখলেসুর রহমান চৌধুরী, উপজেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক প্রভাষক সোহেল রানা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক আশরাফুল আলম, দুওসুও ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য মশিউর রহমান, উপজেলা যুব মহিলা সভাপতি মোছাঃ ফরিদা ইয়াসমিন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সামশুল আলম, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম।
৬নং ভানোর ইউনিয়ন পরিষদ :
ভানোর ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দেলওয়ার হেসেন সিদ্দিক, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান অপুর্ব কুমার রায়, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, বর্তমান চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার, ভানোর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ তোফাজ্জল হোসেন, হলদিবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষখ বাবুল হোসেন, ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান পুতুল।
৭নং আমজানখোর ইউনিয়ন পরিষদ :
আমজানখোর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মো. তাজু, বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আকালু (ডংগা), সভাপতি লাজিব উদ্দীন কালঠু, ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আশরাফুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম এ সাদেক, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
৮নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদ :
বড়বাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ-সভাপতি আলহাজ্ব মো. আকরাম আলী ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মমিনুল ইসলাম সুমন ।