কুষ্টিয়া ভেড়ামারা উপজেলাই প্রাণকেন্দ্রে অবস্থিত কেন্দ্রীয় জামে মসজিদে বয়স্কোদের জন্য কোরআন শিক্ষা ব্যাবস্থা চালু করেছেন মসজিদ কমিটি।
বয়োস্কদের কোরআন শরীফ শিক্ষা, নামায, রোযা ও দ্বীনি জরুরী মাসআলা সমূহ ইসলামি শিক্ষা বিষয়ে আলোচনা করা হবে।
ইসলামী এই শিক্ষা ব্যাবস্থা সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। যাতে করে প্রত্যেক ইসলামিক বিষয়ে জানতে ও বুঝতে পারে।
হাদিসে আছে তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যাক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়।
এছাড়া আরেক হাদিসে আছে প্রত্যেক মুসলমাদের উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ।
বয়োস্কদের কোরআন শরীফ শিক্ষা ব্যাবস্থা মসজিদের নির্ধারীত স্থানে হবে সময় প্রতিদিন বাদ মাগরিব। রমযান মাসে বাদ যোহর।
ব্যবস্থাপনায়ঃ মসজিদ কমিটি ভেড়ামারা জামে মমসজিদ,ভেড়ামারা কুষ্টিয়া।