নাটোর জেলা নলডাঙ্গা উপজেলায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সকাল ৬ ঘটিকায় পতাকা উত্তলন করা হয়, সকল শহীদ বুদ্ধিজীবীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও গিতা পাঠ করা হয় এরপর প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুলের সকল শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, অনুষ্ঠানের বিশেষ অকর্ষন অভিভাবক গণদের জন্য ও ছিল খেলাধুলার আয়োজন, পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্ত ঘোষণা করা হয়।
আয়োজনেঃ নলডাঙ্গা আব্দুল্লাহ ডায়গনাস্টিক সেন্টার ও হাসপাতাল, বেলাল হোসেন প্রধান শিক্ষক প্যারাডাইস কিন্ডার গার্টেন এর সঞ্চালনায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী প্রোপাইটার আব্দুল্লাহ ডায়গনাস্টিক সেন্টার ও হাসপাতাল নলডাঙ্গা নাটোর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতিফুর রহমান (পরিচালক) প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, ডেজিনা সহকারী প্রধান শিক্ষক প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, মিতু খানম সহকারী শিক্ষক প্যারাডাইস
কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, শারমিন সহকারী শিক্ষক
প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, সাবিনা সহকারী শিক্ষক প্যারাডাইস
কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, ফরিদা সহকারী শিক্ষক
প্যারাডাইস কিন্ডারগার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, তহুরা সহকারী শিক্ষক প্যারাডাইস
কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, রুনা সহকারী শিক্ষক
প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, রফিকুল সহকারী শিক্ষক প্যারাডাইস
কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, সম্পা সহকারী শিক্ষক
প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, মামুনুর রশীদ, মিন্টু, খায়রুল ইসলাম(খবির), মুক্তা,সাথী (ষ্টাফ) প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোর, লাইলী (ষ্টাফ) প্যারাডাইস কিন্ডার গার্টেন কেজি স্কুল নলডাঙ্গা নাটোরসহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
২৭-০৩-২০২২
০১৭১৬-৮২৪৬০০