২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৯:৪৭| হেমন্তকাল|

নড়াইল চিত্রা নদীতে ” বিশ্ব পর্যটন দীবস—২০২১ উপলক্ষে ” এস এস সুলতান নৌকা বাইচ প্রতিযোগিতা

মোঃ রাসেল হুসাইন নড়াইল
  • Update Time : বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩০, ২০২১,
  • 74 Time View

নড়াইল চিত্রা নদীতে আগামি শনিবার ২অক্টোবর বেলা ২টায় এ নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিশ্ব পর্যটন দীবস উপলক্ষে নড়াইল শহরের চিত্রা নদীর “শেখ রাসেল সেতুর নিচ থেকে শুরু হয়ে মাছিমদিয়া “এস এম সুলতান সেতু’তে পৌছে শেষ হবে।
নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে ইতিমধ্যে নড়াইল শহর ও আউড়িয়া ইউনিয়নের চিত্রাপাড় জুড়ে ও নদীতে পরিস্কার পরিছন্নতার কাজ চলছে।
ঐদিন চিত্রা ২পাড়ে বসবে মিলন মেলা, সাথেতো গ্রামিন মেলার সেই কুমোরদের মাটির পসরা,কামারদের গৃহস্থালির কাঁচি বটি দা কুড়াল এবং বাদাম বুট ভুট্টা ভাজা, দেশিয় হরেক রকম পিঠা মন্ড মিঠাই চা নাস্তার দোকান। ইমিটেশনের অলংকার চুরি ফিতা শিশুদের খেলনা সামগ্রী স্যান্ডেল আরো কতো কি থাকবে মেলায়।
এবারের নৌকা বাইচ প্রতিযোগিতার ১ম ২য় ও ৩য় আকর্ষণীয় পুরস্কার থাকছে ” মটর সাইকেল ও রঙ্গিন টেলিভিশন।এ ছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণ কারি সকল নৌকার জন্য সান্তনা পুরস্কার রয়েছে।
প্রতিযোগিতায় কালাই ও টালাই এ ২শ্রেণীর নৌকা ছাড়াও মহিলাদের আর্কশনিয় নৌকা বাইচ প্রতিযোগিতা থাকছে।বিশেষ আর্কশন,- হুলোই ও সারি গানের নৌ” আসর থাকবে নদীর নৌকা বাইচ প্রতিযোগিতা এলাকায়। সবমিলে এযেন মিলন মেলা-২০২১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category