নাটোর জেলার অন্তরগত
নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায়
০২ ( দুই) জন মাদকসেবী আটক করেছে।
রাত্রী ০৯.৫০ টার সময় নলডাঙ্গা থানাধীন পূর্ব সোনাপাতিল গ্রামস্হ, জনৈক আব্দুল প্রাঃ এর বসতবাড়ির সামনে আম বাগানের মধ্যে বসে, অবৈধ মাদকদ্রব্য সেবনরত অবস্থায়, মাদকসেবী, (১)সুমন আলী সরদার(২৪) পিতা হাফিজুর সরদার (২)কামাল হোসেন প্রাঃ (কালাম) (২৭) পিতা আতাউর রহমান উভয় সাং পূর্ব সোনাপাতিল সরদারপাড়া, থানা নলডাঙ্গা, জেলা নাটোর দ্বয়কে আটক করে, তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে, অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
২৬-০৩-২০২২
০১৭১৬-৮২৪৬০০