আজ ২৬ শে মার্চ বাঙালি জাতির জন্য এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে বাঙালির সাহসী সন্তানেরা ঝাঁপিয়ে পড়েছিল।আজ তাদের গভীরভাবে বিনম্র শ্রদ্ধায় জাতিকে স্বরণ করছে ।আজ সকাল ১১টায় দাকোপ উপজেলার মাঠে, দাকোপ উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদের পরিবারের সদস্যের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন। দাকোপ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহসি, সংগ্রামী নেতা, সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব শেখ আবুল হোসেন। আরো উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা এসিল্যানড জনাব গালিব মাহমুদ পাশা,দাকোপ থানা অফিসার ইনচার্জ জনাব আনুনর যাহেদ, দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপঃ পরিচালক জনাব ডাঃ মোজাম্মেল হক সাহেব, চালনা পৌর মেয়র জনাব সনত কুমার বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব গৌর পদ বাছাড়, সাবেক চেয়ারম্যান ১নং পানখালী ইউনিয়ন জনাব শেখ আব্দুল কাদের সাহেব, চেয়ারম্যান দাকোপ ইউনিয়ন পরিষদের বাবু বিনয় কৃষ্ণ রায়, মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, মুক্তিযোদ্ধা আমজেদ হোসেন, এম এম ডিগ্রি কলেজ অধ্যাপক জনাব অসিম কুমার তানদার, চেয়ারম্যান কামারখোলা ইউনিয়ন পরিষদ শ্রী পন্জান্ন মন্ডল, যুবলীগ নেতা রতন কুমার মন্ডল, প্যানেল মেয়র বুল বুল হোসেন। বক্তারা বঙ্গবন্ধুর আদর্শের উপর বিশ্বাস করে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেন। তাছাড়া বক্তাদের মধ্যে অনেকে নির্বাহী কর্মকর্তার নিকট মুক্তিযুদ্ধের পরিবারের প্রত্যেকে একটি করে পানির ট্যাংক দেওয়ার জন্য অনুরোধ করেন।