২৫ শে মার্চ, ২০২২ শুক্রবার সন্ধ্যা ৬টায় “বাঙ্গালী জেনোসাইড দিবস” স্বরণ উপলক্ষে জেনোসাইড ’৭১ ফাউণ্ডেশন, যুক্তরাষ্ট্র নিম্নোক্ত বিভিন্ন কর্মসূচী গ্রহন করছে।
কর্মসূচীঃ
১) সন্ধ্যা ঠিক সাড়ে ৬টায়ঃ জ্যাকসন হাইষ্ট্স্ ডাইভারসিটি প্লাজায়
ক) একাওুরের জেনোসাইডের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে র্যালি।
খ) জেনোসাইডে নিহতদের স্বরণে মোমবাতি প্রজ্জলন।
২) রাএি ঠিক সাড়ে ৭টায়ঃ জ্যাকসন হাইষ্ট্স্ ইত্যাদি রেস্তারায় (২য় তলা) “বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নারী নিপিড়ন ও নির্যাতন কিভাবে হয়ে ওঠে মনস্তাত্ত্বিক যুদ্ধের প্রধানতম অস্ত্র শীর্ষক” সেমিনার ও আলোচনা- কী নোট স্পিকার- ডঃ প্রদীপ রঞ্জন কর।
৩) শহীদের স্বরণে দেশাক্তবোধক গান ও কবিতা আবৃওি।
তারিখ,সময় ও স্থানঃ ২৫শে মার্চ, শুক্রবার, ঠিক সন্ধ্যা-৬টায় ডাইভারসিটি প্লাজা ও রাএি ঠিক সাড়ে ৭টায় জ্যাকসন হাইষ্ট্স্ ইত্যাদি রেস্তারায় (২য় তলা)।
ঐতিহাসিক দিবসটি স্বরণের সকল কর্মসূচীতে সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে আমন্ত্রণ জানানো যাচ্ছে।