বরগুনার তালতলীতে তিন লিটার চোলাই মদ সহ
সবুজ(২৮) ও আরিফ(২২) নামে২ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার(২৩শে মার্চ) রাত পোনে ১২টায় উপজেলার
নিশানা বাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক কৃত সবুজ বড় অংকুজান পাড়া গ্রামের আ.কুদ্দুস হাওলাদারের পুত্র এবং আরিফ একই এলাকার খলিল মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে,
পুলিশের একটি উপজেলার নিশান বাড়িয়া ইউনিয়নের বড় অংকুজান পাড়া গ্রামের ঠাকুর পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকা থেকে সবুজ(২৮) ও আরিফ(২২) নামে২ জনকে তিন লিটার দেশীয় চোলাই মদ সহ তাদের আটক করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাখাওত হোসেন (তপু) বলেন, তিন লিটার দেশীয় চোলাই মদ সহ
দুজনকে আটক করে পুলিশ। এঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। বৃহস্পতিবার সকালে পুলিশ তাদেরকে আদালতে প্রেরন করেছে পুলিশ