নাটোর জেলার নলডাঙ্গা থানার মাদক বিরোধী অভিযানে অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সোহাগ সরদার(২৬) পিতা মফিজ সরদার সাং পশ্চিম মাধনগর শেখপাড়া, থানা নলডাঙ্গা, জেলা নাটোর কে
রাত্রী ১১.৪৫ টার সময়, নলডাঙ্গা থানধীন পশ্চিম মাধনগর সরকার পাড়া গ্রামস্হ, জনৈক মোঃ আবেদ আলী এর বসতবাড়ির পশ্চিম পার্শ্বে, তিন রাস্তার মোড়, পাকা রাস্তার উপর হইতে আটক করে, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
২৪-০৩-২০২০
০১৭১৬-৮২৪৬০০