দিনাজপুরের খানসামা উপজেলায় ৩টি বিদ্যালয়ের নবনির্মিত ভবন, মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ ও আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সারাদিন ব্যাপী ধাপে ধাপে অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয়।
সকালে প্রথমে প্রায় ১কোটি টাকা ব্যায়ে উপজেলার ৪নং খামারপাড়া ইউনিয়নের কায়েমপুর উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪তলা ভিত বিশিষ্ট ১তলা একাডেমিক ভবন উদ্বোধন। এরপর ১কোটি ২৮ লাখ টাকা ব্যায়ে একই ইউনিয়নের বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন।এরপর দুপুরে প্রায় ১কোটি টাকা ব্যায়ে গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন।বিকেলে খানসামা উপজেলা পরিষদ চত্বরে মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার সমাপনী আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। শেষে ২নং ভেড়ভেড়ী ইউনিয়নে এমপির নিজ বাড়ির উঠানে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানগুলো উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান এটি এম সুজাউদ্দিন লুহিন শাহ,উপজেলা ইউএনও রাশিদা আক্তার,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, থানা ওসি কামাল হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন সহ উপজেলা পরিষদের বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তা, আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।