নাপা সিরাপ দায়ী নয়
দায়ী পরকীয়া!
অবৈধ প্রেমের বলী দুই সন্তান
হায়রে প্রেম
নাম’টা’ই বড়’ই বি’সাধ
প্রেমের মিষ্টি বিষের স্বাদ
ইয়াসিন ও মোরসালিন
মায়ের হাতের মিষ্টি খেয়ে
হেঁসে হেঁসে জীবন দিল!!
কি মিষ্টি খাওয়াইলে মাগো
বিষে অঙ্গ ঝরো ঝরো
মা” মা”
বলে শিশুরা মাটিতে গড়াগড়ি খায়
বিলাপ করে বলে হায় হায়!
নিজের হাতে মারবে যদি মাগো
তবে কেন এ দুনিয়ার আলো
মোদের দেখিয়ে ছিলে বলো?
জন্মই যদি পাপ ছিল
তবে কেন জন্ম দিলে?
কোন পাষাণে বুক বেধে মাগো
বিষের বড়ি মুখে দিলে!
তোর কি একটু মায়া লাগলো না?
কলঙ্কিত করলে মাগো
গোটা মা জাতিকে!!