খুলনাপাইকগাছা-কপিলমুনি মটর সাইকেল চালক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমিতির জিরোপয়েন্টস্থ কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৮টি পদের বিপরিতে ১৬জন প্রার্থী প্রতিদ্ব›দ্বীতা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী আনারস প্রতীকে সর্বোচ্চ ৯৩ ভোট পেয়ে মোঃ মনিরুল ইসলাম পুনরায় সভাপতি ও মটর সাইকেল প্রতীকে ৮৮ ভোট পেয়ে আহসান হাবিব পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ-সভাপতি শফিক সরদার (তালাচাবী ৮১), ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম (বিনাপ্রতিদ্ব›দ্বীতায়), লাইন সেক্রেটারী জিয়াউর রহমান (ফুটবল ১০০), সাংগঠনিক সম্পাদক জনি রহমান (ব্যাট ৭৭) ও পরিচালক রুহুল কুদ্দুস (পানির বোতল ৫৯)।
নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, প্যানেল মেয়র এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, কাউন্সিলর মোঃ আব্দুল গফফার মোড়ল, সাংবাদিক জিএ রশিদ, শামছুল আরেফিন লাকি। নির্বাচন কমিশনার ছিলেন আমিন উদ্দীন, আলতাফ হোসেন, মিজানুর রহমান ও জাহাঙ্গীর আলম
১৭|১০|২০২১| সাল রোজ, রবিবার।