ময়মনসিংহের গৌরীপুরে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টার ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গৌরীপুর উপজেলা শাখার আয়োজনে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। শনিবার (১৬ অক্টোবর) মধ্যবাজার শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচীতে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ গৌরীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডলের সভাপতিত্বে ও পূজা উদযাপন পরিষদ পৌর শাখার সভাপতি প্রদীপ বাগচি’র সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান, আ’লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মুর্শেদুজ্জামান সেলিম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আঃ মুন্নাফ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত দাস, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল কর, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি হীরালাল প্রমুখ।
এসময় বক্তারা কুমিল্লাসহ বিভিন্ন স্থানে দূর্গাপূজায় সাম্প্রদায়িক ন্যাক্কারজনক হামলাম তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে দোষীদের চিহ্নিত করে দ্রুত শাস্তির আওতায় আনার দাবী জানান।