: যশোরের শার্শায় পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৯৩ তম জন্মদিন পালিত হয়েছে।
২০ মার্চ রবিবারে শার্শা উপজেলা জাতীয় পার্টির আয়োজনে, উপজেলার সদর বাজারে, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মাদ এরশাদ এর ৯৩ জন্মদিন উপলক্ষে এক জন্মদিন পালন অনুষ্ঠিত হয়।
উক্ত জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির আহবায়ক ডাঃ আক্তারুজ্জামান।
প্রধান অতিথির উপস্থিতিতে এসময় হুসেইন মোহাম্মদ এরশাদ এর স্মৃতিচারণ আলোচনা বক্তব্য শেষে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত হয়।
শার্শা উপজেলা জাতীয় পার্টি এর ১০ নং শার্শা ইউনিয়ন সভাপতি মশিয়ার রহমান এর সার্বিক সহযোগিতায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ এর জন্মদিন উপলক্ষে বিশাল এক কেক কেটে সকলের মাঝে বিতরণ হয়।
এছাড়াও এসময় আরো উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা জাতীয় পার্টির ১নং ডিহি ইউনিয়নের সভাপতি রেজাউল ইসলাম, ২ নং লক্ষণপুর ইউনিয়নের সভাপতি লিয়াকত হোসেন, ৬ নং গোগা ইউনিয়নের ইব্রাহিম খলিল, ৮ নং বাগআচড়া ইউনিয়ন সভাপতি ডাঃ জামাল হোসেন, ৯ নং উলাশী ইউনিয়ন সভাপতি আয়ুব হোসেন, বেনাপোল পৌর জাতীয় পার্টির সাধারন সম্পাদক মমিন উদ্দিন সহ উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির তৃণমূল পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।