পবিত্র রমজান মাসকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনা জেলার দূ্র্গাপুর উপজেলার ৪নং বিরিশিরি ইউনিয়নে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়েছে।
আজ রোববার (২০ মার্চ) সকালে ইউনিয়নের কাপাসাটিয়া বাজারে ফ্যামিলি কার্ডে টিসিবির পণ্য বিতরণ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন,
উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার ,উপজেলা যুবলীগের সভাপতি আ:হান্নান,উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাবেল চৌধুরী, উপজেলা সহকারী প্রোগ্রামার সামিউল আলম শামীম,বিরিশিরি ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম (রুহু),স্থানীয় ইউপি সদস্য সহ আরো অনেকেই।
চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন,
আজ ৫৯৫ জন নিম্নআয়ের মানুষকে ভর্তুকিমূল্যে ফ্যামেলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য ক্রয়ের সুযোগ দেয়া হয়েছে। ডিলারের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন স্থানে ২ কেজি তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনি সহ মোট ৪৬০ টাকাই ক্রয় করা হবে । টিসিবি থেকে এই পণ্য বিক্রি করলে বাজারে এসব পণ্যের দাম কমে আসবে বলে মনে করেন তিনি।