মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা বাউশিয়া ইউনিয়নের চরবাউশিয়া বড়কান্দিতে ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।
আজ রবিবার বিকাল ৪ঘটিকায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া বড়কান্দি খেলার মাঠে উক্ত ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউশিয়া ইউঃপি চেয়ারম্যান মোঃমিজানুর রহমান প্রধান, স্থানীয় আওয়ামী লীগ নেতা মোঃরফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সাবেক ইউঃপি ছাত্রলীগ এর সাঃসম্পাদক শেখ ফরিদ নয়ন মাষ্টারের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ ফরাজী,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাঃসম্পাদক সরোয়ার আহম্মেদ ফরাজী,সাবেক জেলা ছাত্রলীগ এর সহ-সভাপতি আজিজুল হক পার্থ,সাবেক উপজেলা ছাত্রলীগ নেতা মোঃমাছুম সরকার,রিয়াজুল হক ভুট্টু প্রমুখ।
খেলায় চর বাউশিয়া বড়কান্দি মধ্যম পাড়া কিংস ব্রাদার্স একাদশ ২-১ গোলে ভবেরচর ইউনিয়ন অটোবাইক স্পোটিং ক্লাবকে পরাজিত করে জয় লাভ করে।খেলা শেষে অতিথিরা জয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।