নাটোরের নলডাঙ্গা উপজেলায় উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ের অডিটোরিয়াম কক্ষে উক্ত সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
পবিত্র রমজান উপলক্ষে টিসিবি পণ্য সুষ্ঠভাবে নলডাঙ্গা উপজেলায় ৫টি ইউনিয়ন হতে স্হানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে এবং উপজেলা কমিটির যাচাই বাছাই অন্তে উপকার ভোগীর তালিকা প্রস্তুুত করা হয়েছে।
উপকারভোগী পরিবারের মধ্যে সবার উপস্থিতিতে তালিকাটি সবার সম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নলডাঙ্গা পৌরসভায় পুর্ব তালিকা ভুক্ত ২৬৮ টি, নতুন ৯৬৬ টি, মোট ১২৩৪ টি পরিবার।
ব্রাহ্মপুর ইউনিয়নে পুরাতন ২৫১ টি, নতুন ৪৪৪ টি, মোট ৬৯৫ টি পরিবার।
মাধনগর ইউনিয়নে পুরাতন ২৫৭ টি, নতুন ৪৩১ টি, মোট ৬৬৮ টি পরিবার।
খাজুরা ইউনিয়নে পুরাতন ২২০ টি, নতুন ৪১৯ টি, মোট ৬৩৯ টি পরিবার।
পিপরুল ইউনিয়নে পুরাতন ৩৯৯ টি, নতুন ৬০৯ টি, মোট ১০০৮ টি পরিবার।
বিপ্রোবেলঘরিয়া ইউনিয়নে পুরাতন ৩৮১ টি, নতুন ৬৩৪ টি, মোট ১০১৫ টি পরিবার।
নলডাঙ্গা উপজেলার পৌরসভাসহ ৫টি ইউনিয়নে পুরাতন ১৭৭৬ টি, নতুন ৩৫০৩ টি, মোট ৫২৭৯ টি পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে টিসিবি পণ্য বিক্রয়ের জন্য জনপ্রতিনিধির উপস্থিতিতে উপরে উল্লেখ্য তালিকাটি অনুমোদিত হয়।
পণ্যের দাম নির্ধারণ করা হয়েছে চিনি ৫৫ টাকা, মশুরের ডাউল ৬৫ টাকা, সয়াবিন তেল ১১০ টাকা।
অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন সুখময় সরকার উপজেলা নিবার্হী কর্মকর্তা নলডাঙ্গা নাটোর, আঃ শুকুর সভাপতি নলডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, মুসফিকুর রহমান মুকু সাধারণ সম্পাদক উপজেলা নলডাঙ্গা আওয়ামীলীগ, আসাদুজ্জামান আসাদ উপজেলা চেয়ারম্যান নলডাঙ্গা নাটোর, মনিরুজ্জামান মনির পৌর মেয়র নলডাঙ্গা নাটোর, শরিফুল ইসলাম পিয়াস প্যনেল মেয়র নলডাঙ্গা পৌরসভার নাটোর, আঃ আলীম ভাইস চেয়ারম্যান নলডাঙ্গা উপজেলা নাটোর, মিঠু চেয়ারম্যান ব্রাহ্মপুর ইউনিয়ন পরিষদ নলডাঙ্গা নাটোর, আঃ জব্বার চেয়ারম্যান মাধনগর ইউনিয়ন পরিষদ নলডাঙ্গা নাটোর, জালাল উদ্দীন চেয়ারম্যান বিপ্রোবেলঘোরিয়া ইউনিয়ন পরিষদ নলডাঙ্গা নাটোর, জামাল হোসেন কমিশনার ৭ নং ওয়ার্ড নলডাঙ্গা পৌরসভা নাটোর, আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নে মেম্বারগণসহ নলডাঙ্গা রিপোটার্স ইউনিটির সকল সাংবাদিক বৃন্দ।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।
১৯-০৩-২০২২
০১৭১৬৮২৪৬০০