সাতক্ষীরা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে গিয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। বাসের হেলপারের অবস্থা আশঙ্কাজনক বলে যাত্রীরা জানিয়েছেন। আজ শুক্রবার (১৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
চুকনগর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান বলেন, আমরা বাসটিকে আটক করে থানা হেফাজতে রেখেছি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসের হেলপারকে স্থানীয়রা উদ্ধার করে পাটকেলঘাটা স্বাগতা ক্লিনিকে পৌঁছে দেয়, তার অবস্থা আশঙ্কাজনক। আহত অন্যান্যদের এলাকাবাসীর সহায়তায় পাটকেলঘাটার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রয়েছেন আশাশুনি থানার সইতপুর গ্রামের স্বামী মোহাম্মদ আলী (৫০), স্ত্রী ঝরনা বেগম (৪০), পাটকেলঘাটা থানার বাগমারা গ্রামের মুক্তি হাফিজুর রহমান ফারুকী (৪৫), কালীগঞ্জ থানার রতনপুর গ্রামের মিঠু শেখের স্ত্রী শারমিন বেগম (৩৫) ও সাতক্ষীরা সদর থানার তুজলপুর গ্রামের তহিদুল মুক্তির স্ত্রী রানী বেগম (২৫)।