ঝিনাইদহ কোটচাঁদপুরে সলেমানপুর বিভিন্ন জায়গায় দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠিত হয়েছে। (১৮ই মার্চ) শুক্রবার সলেমানপুর পালপাড়ার মোড়ের মাথায় সকাল দশ টা থেকে এ উৎসব শুরু হয়। বিভিন্ন এলাকার শত শত তরুণরা এতে অংশ নিয়ে হোলি খেলায় মেতে উঠেন।ফাগুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব হয়ে থাকে।
পঞ্জিকার হিসাবমতে শুক্রবার এই উৎসবের দিন।কোটচাঁদপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিলর সুব্রত চক্রবর্তী ও যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করে।জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হোলি খেলায় মেতেছেন।অংশ নেয়া ব্যক্তিরা বলেন-এবার দোল পূর্ণিমা উৎসবে অংশ নিতে পেরে খুশি লাগছে আমাদের।
এ উৎসবের অন্যতম উদ্যোক্তা সুব্রত চক্রবর্তী বলেন,প্রায় দুই মাস আগ থেকেই আমরা আমাদের প্রস্তুতি শুরু করি। দোল পূর্ণিমা উৎসবে বাড়তি আনন্দ দিতে রঙের খেলায় মেতে ওঠেন তরুণরা।পরিশেষে সবাইকে মিষ্টি মুখ করান,এবং আজ সন্ধ্যার পরে কীর্তন অনুষ্ঠান হবে বলে জানান।