দিনাজপুরের খানসামা উপজেলায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে খানসামা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে (পাকেরহাটস্থ) জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপর পাকেরহাট সরকারি কলেজের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন।
অপরদিকে খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,কেক কাটা এবং মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা এবং মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
এসময় খানসামা উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনজুরুল হক, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।এসময় তিনি অনুষ্ঠানটি ও বিভিন্ন কার্যালয়ের স্টল গুলো উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম,উপজেলার প্যানেল চেয়ারম্যান এটি এম সুজাউদ্দিন লুহিন শাহ, উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন,উপজেলার তদন্ত ওসি মমিনুজ্জামান, উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা বাসুদেব রায়,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান ও বীর মুক্তিযোদ্ধাগণ।
এছাড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা আহমেদ শাহ, সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,সহ সভাপতি সাইফুল ইসলাম,মেরাজ মিলিটারি,যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী, আক্তারুজ্জামান দেওয়ান, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ননি গোপাল রায় ,দপ্তর সম্পাদক নুরল ইসলাম,ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান, প্রচার সম্পাদক মোয়াজ্জেম হোসেন,যুব মহিলা লীগের সভাপতি পলি রানী রায়, পাকেরহাট সরকারি কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন সবুজ, ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ শাহ,সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ আওয়ামী লীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।