জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে যশোরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।আজ বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে নেতাকর্মীরা ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সদর উপজেলা পরিষদ ও জেলা যুবলীগের পক্ষ থেকেও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান, জেলা যুবলীগ নেতা ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, জেলা আওয়ামী লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ কচি, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আবু সেলিম রানা, শ্রম বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর হেলাল, সাবেক ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুল, বর্তমান সদস্য কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আবু মুসা মধু, জেলা যুবলীগের সহ-সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মারুফ হোসেন বিপুল, ত্রান ও পুনঃবাসন বিষয়ক সম্পাদক কাজী তৌফিকুল ইসলাম শাপলা, সদস্য কেরামত আলী মোল্লা, পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আসাদুজ্জামান বাবুল, জেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, বর্তমান শ্রম ও কল্যাণ বিষয়ক সম্পাদক সেলিম রেজা পান্নু, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জাবের হোসেন জাহিদ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহসানুল করীম রহমান, সাবেক উপ-শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক রেযোয়ান হোসেন মিথুন, শহর মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক তছিকুর রহমান রাসেল প্রমুখ।প্রথমে নেতৃবৃন্দ সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তারপর সদর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুল ও জেলা যুবলীগের পক্ষ থেকে নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।