ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় বানাই গ্রামের জমি নিয়ে বিরোধের কারনে সাংবাদিক মোঃ হুমাইউন কবিরের বাড়ির সামনে গোয়াল ঘর আগুন দিয়ে পুরিয়ে ফেলার অভিযোগ উঠেছে প্রতিবেশী নান্না সিকদার ও তার পরিবারের সদস্যদের উপরে।
প্রতিবেশী মাকসুদুর রহমান বলেন ভোর ৫ টার দিকে মসজিদের মুয়াজ্জিন বাদল সিকদার আমাকে ডাকেন আমি এসে দেখি গোয়াল ঘরে আগুন জলতেছে। আমরা লোকজন ডেকে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
হুমাইউনের স্ত্রী মাহিলা বেগম ও তার চাচাতো বোন শাহিদা বেগম বলেন আমাদের এই গ্রামের কোন শত্রু নেই শুধু নান্না সিকদারের সাথে জমিজমা নিয়ে মামলা চলিতেছে আমাদের সন্দেহ এই অগ্নিকান্ড নান্না সিকদার করেছেন। শাহিদা আরো বলেন আমার ছেলেকে হত্যা করার হুম দিয়েছে নান্নার স্ত্রী হত্যা করার জন্য লোকজন ভারা করার চেস্টা করতেছে নান্না। মাহিলা আরো বলেন তাদের হুমকি ধমকির ভয়ে আমরা আদালতে ১০৭/১১৭ মামলা করেছি নান্না সিকদার সহ তার পরিবারের সদস্যদের নামে মামলা এম.পি নং- ০৭/২০২২
এই বিষয়ে নান্না সিকদারের সাথে কথা বলতে চাইলে তাকে বাড়িতে পাওয়া যায়নি। তার মোবাইল নাম্বার চাইলে দিতে রাজি হয়নি পরিবারের সদস্যরা।