মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলা
বিভিন্ন বিদ্যালয়ে আলোচনা সভা ,দোয়া মাহফিল ও কেক কাটার আয়োজন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী, ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কাটা কর্মসূচি পালিত হয়েছে।
১৭ই মার্চ সকাল থেকে বাউশিয়া ইউনিয়নের শহীদ নজরুল উচ্চ বিদ্যালয়, ভবেরচর ওয়াজীর আলী বহুমূখী উচ্চ বিদ্যালয়, ভবেরচর বালিকা উচ্চ বিদ্যালয়, ভাটেরচর দে এ মান্নান উচ্চ বিদ্যালয়, বালুয়াকান্দি আবদুল গাফ্ফার স্কুল এন্ড কলেজ, ভবেরচর ল্যান্ডওভারি স্কুল, আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুরান বাউশিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইমামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুয়াগাছিয়া জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
আলোচনা সভা , দোয়া ও মাহফিল,কেক কাটা, শিক্ষার্থীদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগিতা ,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নিয়ে বক্তব্য প্রতিযোগিতা কর্মসূচি পালন করা হয়।
উপজেলার প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে পরিচালনা কমিটির উপস্থিত থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী, জাতীয় শিশু দিবস উদযাপন করেন।