!
হাজার বছরের শ্রেষ্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকি ও জাতীয় শিশু দিবস উপলক্ষে পাটগ্রাম উপজেলা প্রসাশন কর্তৃক আয়োজিত হয় জন্মদিন পালন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটি ও মানুষের প্রাণ প্রিয় নেতা আলহাজ্ব মোতাহার হোসেন এম পি মহোদয়, লালমনিরহাট-১। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ রুহুল আমিন বাবুল চেয়ারম্যান, উপজেলা পরিষদ পাটগ্রাম। আরও উপস্থিত ছিলেন পাটগ্রাম পৌর মেয়র জনাব রাশেদুল ইসলাম সুইট ও বাবু পুর্ণ চন্দ্র রায়, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ পাটগ্রাম উপজেলা শাখা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন জনাব সাইফুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাটগ্রাম লালমনিরহাট। অনুষ্ঠানে আরও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপজেলা ইউনিয়নসহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বীরমুক্তিযোদ্ধা, স্কুল কলেজের ছাত্রছাত্রি, শিক্ষক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলে আজ আমরা লাল সবুজের সোনার বাংলা পেয়েছি। প্রকৃত ইতিহাস জেনে বুঝে আকড়ে ধরে যেন সবাই একসাথে চলতে পারে, এই হলো আজকের দিনের শপথ।
আলোচনা শেষে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।