ঝিনাইদহের মহেশপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। তোপধ্বনী, আনন্দ র্যালি, শিশু সমাবেশ, শতকণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন, মোনাজাত ও প্রার্থনা, কেককাটা, মিষ্টান্ন বিতরণ ও চিত্রাংঙ্কন প্রতিযোগিতাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালির জন্মদিন পালিত হয়।
বীর মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন ঝিনাইদহ ৩ আসনের এমপি শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রবিউল আওয়াল, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুস সাত্তার, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
পরে উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে মহেশপুর অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম, সাবেক পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আব্দুস সাত্তার, উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম প্রমুখ।
এর পুর্বে সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন এমপি শফিকুল আজম খাঁন চঞ্চলসহ দলীয় নেতৃবৃন্দ।