২৩শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ| ৮ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ| ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি| সকাল ৯:৩৩| হেমন্তকাল|

সোনারগাঁয়ে যুবক আটক, ১০ কেজি গাজাঁ উদ্ধার

সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন১৬/৩/২০২২
  • Update Time : বুধবার, মার্চ ১৬, ২০২২,
  • 47 Time View

সোনারগাঁয়ে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (১৫ মার্চ) উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয় বলে জানায় র‌্যাব।

আটককৃত যুবক রাজধানীর নবাবগঞ্জ সোনাপুর এলাকার মৃত নাসির উদ্দিনের ছেলে নূর হোসেন সৌরভ (২৪)।

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. সম্রাট তালুকদার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী একজন ছদ্মবেশী মাদক ব্যবসায়ী। সে প্রাইভেটকার চালকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন অভিনব কায়দায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জেলা হতে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category