অদ্য 16/10/2021 ইং রোজ শনিবার বেলা 11 ঘঠিকার সময় বিরিশিরি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই সভাপতি জনাব রফিকুল ইসলাম রুহ সাহেব আসন গ্রহণ করার পর সভার কার্যবিবরণী শুরু করেন। সভাপতি সাহেব স্বাগত বক্তব্য রাখেন এবং উপস্থিতি সকল সদস্যগণকে মুজিবীয় শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
1/ 28 শে নভেম্বের 2021 ইং তারিখের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী ব্যক্তিগনের নামের তালিকা প্রেরণ প্রসঙ্গে
2/ সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি প্রসঙ্গে
3/ বিবিধ
1/ নং আলোচনার উপর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী সাহেব বলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের নির্দেশ মোতাবেক আজকের মধ্যেই আগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নৌকা প্রতীক ও দলীয় মনোনয়ন প্রত্যাশী তাদের নামের তালিকা আলোচনার সাপেক্ষে প্রস্তুত করে পেরণ করা হোক। আলোচনার পর দীর্ঘ সময় উপস্থিত সকল সদস্যবৃন্দ সার্বিক আলোচনা করিয়া নিন্নে উল্লেখিত নৌকা ও দলীয় মনোনয়ন প্রত্যাশীগণের নামের তালিকা সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
2/ নং আলোচনার উপর সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আলী সাহেব সকলের উদ্দেশ্যে বলেন যে আমাদের মাঝে যাকেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা প্রতীক বরাদ্দ দেন সকলে মিলে নির্বাচন করে তাকে জয়যুক্ত করবো ।
নৌকা ও দলীয় মনোনয়ন প্রত্যাশীদের নামের তালিকা নিম্নে দেয়া হলো।
1/ মোঃ রফিকুল ইসলাম রুহ বর্তমান চেয়ারম্যান
2/ মোহাম্মদ আলী
3 মোবারক হোসেন
4 / মোঃ আজিজুর রহমান
5 / মোঃ কামাল হোসেন
6/ মোঃ কলি হাসান
7/ পলিনুস নকরেক