নওগাঁর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজা দশমী শেষ দিন আজ আনন্দের সাথে মাকে বিদায় জানালেন ধামইরহাটের সকল হিন্দু সমাজের মানুষ তারা জানান প্রতিবছর মা এই ভাবেই আছে সপ্তমী অষ্টমী নবমী ও দশমীর শেষের দিনে মাকে বিদায় দিতে হয় এই বিদায়ের দিনে সকল হিন্দু প্রাণ ভাইরা আনন্দের সাথে মাকে বিদায় জানায়