বাংলাদেশ নির্বাচন কমিশনের তৃতীয় ধাপে ঘোষিত তফসিলে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ১ কিশোরগাড়ী ও ৪ নং বরিশাল ইউনিয়ন অন্তর্ভূক্ত না হওয়ায় ততক্ষণাৎ এক সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়ন দুটির চেয়ারম্যান প্রার্থীগণ।
১৪ অক্টোবর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, কিশোরগাড়ী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী মাহবুবর রহমান ও চেয়ারম্যান প্রার্থী এবং উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম মোস্তফা । এসময় তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সীমানা জটিলতার অজুহাতে দীর্ঘ দেড় যুগেরও বেশী সময় ধরে নির্বাচন বঞ্চিত হয়ে আসছে ওই দুই ইউনিয়নের মানুষ। পাশাপাশি নির্বাচন না থাকায় কার্যত কোন উন্নয়নের ছোঁয়াও লাগেনি। এজন্য তৃতীয় ধাপের ঘোষিত তফসিলে কিশোরগাড়ী ও বরিশাল ইউনিয়ন অন্তর্ভূক্ত করার জোর দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে এসময় কিশোরগাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী লিটন মিয়া,সাজু প্রমানিক, এনামুল হক,এম এ হালিম সরকার,বরিশাল ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আবুল হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলো।