বগুড়ার সান্তাহারে ডিজিটাল হোটেল ষ্টার নামের একটি হোটেলের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার(১৬ অক্টোবর) সন্ধ্যায় আলহাজ্ব মওলানা মোহাম্মদ মাহাবুবুল ইসলামের দোয়া মাহফিলের মাধ্যমে আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় এ হোটেলের উদ্বোধন করা হয়। ফিরোজ আহমেদ চৌধুরী ও গোলাম রব্বানী রানার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা ও কেক কেটে উক্ত হোটেলের শুভ উদ্বোধন করেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। এ সময় আরও উপস্থিত ছিলেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন,সান্তাহার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ্ব আব্দুল কুদ্দুস,নওগাঁ জেলার বোয়ালীয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হাসানুল হক মামুন,হাফেজ খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সান্তাহার মডেল প্রেস ক্লাবের সভাপতি বুলবুল আহম্মেদ,দৈনিক অধিকার পত্রিকার প্রতিনিধি নেহাল আহম্মেদ প্রান্ত,সাংবাদিক রাকিবুল,সাংবাদিক সজিবসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।