রংপুর জেলার পীরগাছা থানার অন্তর্গত ৯ নং কান্দি ইউনিয়ন পরিষদ আগামী ১১-ই নভেম্বর ২০২১ রোজ বৃহশ্পতিবার স্থানীয় নির্বাচনের দিন ধার্য করা হয়েছে। এই নির্বাচনে নমিনেশন জমা দেয়ার শেষ তারিখ আগামী ১৭-ই অক্টোবর ২০২১ রোজ রবিবার এবং নির্বাচনী প্রতীক পাওয়া যাবে ২৭-ই অক্টোবর ২০২১ রোজ বুধবার হলেও এখনও চলছে রমরমা প্রচারনা। চলছে বাজারে এবং গ্রামে-গঞ্জে-পাড়া-মহল্লায় অবস্থিত দোকান গুলোতে সাধারণ জনগনের ভীর-আড্ডা-আলোচনা-সমালোচনা। চলছে চা – পান – সিগারেট খাওয়া দাওয়ার ধুম। এই আলোচনা সমালোচনা কখনও কখনও প্রার্থীর সমর্থকদের মাঝে উত্তপ্ত তর্ক-বিতর্কে রূপ নিচ্ছে। উক্ত ইউনিয়নে এ পর্যন্ত ৩ জন প্রার্থীকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দেখা যাচ্ছে। তারমধ্যে ২ জন হলেন নতুন মূখ আর একজন প্রবীণ নেতা। দুজন নতুন মূখের মাঝে একজন আওয়ামীলীগের নমিনেশন প্রাপ্ত নৌকা প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক এবং সতন্ত্র প্রার্থী হিসেবে ২য় নতুন মুখ হলেন আব্দুস সালাম আজাদ (জুয়েল) এবং ৩য় জন হলেন প্রবীণ নেতা নজরুল ইসলাম খান। যিনি বর্তমান গত নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে রানিং চেয়ারম্যান, দুই বারের সফল চেয়ারম্যান। যদিও তিনি এইবার নৌকা প্রতীক ও আওয়ামীলীগের নমিনেশন পান নি। ফলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করার। বর্তমানে সকল প্রার্থীগণ নিজের যোগ্যতা – সততা – কর্মদক্ষতা এবং জনগণের প্রতি ভালবাসা প্রমানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চলছে একের অপরকে দেখানোর জন্য মটর-সাইকেল শো-ডাউন। কে কোন প্রার্থীর থেকে বেশি মানুষ ও বেশি মোটর সাইকেল নিয়ে শো-ডাউন কে সফল করতে পারে তারই প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত প্রত্যেকটি প্রার্থী। এখন সময়ের অপেক্ষা আগামী ১১-ই নভেম্বর ২০২১ তারিখ রোজ বৃহশ্পতিবারের দিকে। দেখা যাক জনগন কাকে ভালবেসে তার গলায় জয়ের মালা পড়িয়ে দেন।