সুনামগঞ্জের ধর্মপাশায় আসন্ন ৮নং জয়শ্রী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা মোঃ নাজিম উদ্দীন তালুকদার।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি। ১৯৫৬ সালে তিনি জন্ম গ্রহন করেন। রাজনৈতিক কর্মকাণ্ডে ১৯৬৬ সালে ৬ দফার আন্দোলন, ১৯৬৯ সালে গনঅভ্যুত্থান ও ১৯৭০ সালে জাতীয় সংসদ নির্বাচনে ছাত্র রাজনীতিতে অত্যন্ত সাহসীকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ভাষণ বুকে লালন করে মহান স্বাধীনতার যোদ্ধে অংশ গ্রহণ করেন। মুক্তিযোদ্ধার নং- ০১৯০০০০০৮৩৬, গেজেট নং- ১৪২০, ভারতীয় নং- ২৫৬৪১, লাল মুক্তিবার্তা নং- ৫০২০৬০০০৫।
১৯৯০ সালে এরশাদ সৈরাচার বিরুধী গণ আন্দোলন ও বি.এন.পি জামাত জোট সরকারের মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের বিরুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। ১৯৯৬ ইং হতে ২০১৪ ইং তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মপাশা উপজেলা শাখার যুগ্ম-সাধারন সম্পাদক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৪ ইং তারিখ হতে অদ্যাবধি পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ ধর্মপাশা উপজেলা শাখার সহ-সভাপতি হিসেবে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১৬ ইং তারিখে ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ-০১ কর্তৃক সদস্য পদে মনোনীত হয়ে, ২০১৭ সালে ধর্মপাশা উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করে অদ্যাবধি পর্যন্ত সংসদ প্রতিনিধি হিসেবে যাচাই বাছাই কার্যক্রমে তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।
এছাড়া তিনি বলেন, সামাজিক কর্মকাণ্ডে সমাজের মান উন্নয়নে সর্বদা গরীব দুঃখী গণ মানুষের পাশে থেকে দুর্যোগ মোকাবেলা, হাওর বাঁধ, স্বাস্থ্য সেবা, শিক্ষার মান ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক সহযোগিতা করে যাচ্ছি। শিক্ষার মান উন্নয়নে আমি ১৯৯৬ সালে স্থানীয় জয়শ্রী হাই স্কুলে বিদ্যুৎসাহী ও নিজ গ্রামের সরস্বতিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি এবং বর্তমানেও অত্র প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালন করে যাচ্ছি।