বগুড়ার নন্দীগ্রামে বিদ্যুৎপৃষ্টে তোজাম্মেল সরকার (৪২) নামের এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের কামুল্যা সরকারপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তোজাম্মেল ওই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বিদ্যুতের তারে বাড়ির গোয়ালঘরের টিন বিদ্যুতায়িত হয়। কৃষক তোজাম্মেল গোয়ালঘরে গিয়ে টিনের সঙ্গে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থলেই মারা যান।
থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন