বগুড়ার ধুনটে শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে উপজেলার বিভিন্ন দুর্গা মন্দিরে নগদ অর্থ এবং দুস্থদের মাঝে চাউল ও বস্ত্র উপহার দিলেন ধুনট শেরপুরের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান ও তার পুত্র আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মুহম্মদ আসিফ ইকবাল সনি।
বুধবার রাতে এম পি হাবিব উপজেলা সদর ও পৌর এলাকার সদর দুর্গা মন্দির, দাস পাড়া, সরকার পাড়া,চর ধুনট, কলেজ পাড়া দূর্গা মন্দির পরিদর্শন করে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মালম্বী গরীব দুস্থের হাতে এই উপহার তুলে দেন। এ-সময় আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র এ জি এম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসীন আলম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান শফিকুল ইসলাম শফি,রেজাউল করিম তালুকদার দুলাল, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন শরিফ, দপ্তর সম্পাদক আফসার আলী, কোষাধ্যক্ষ প্রভাষক আনিসুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মিন্টু,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, সহ-সভাপতি আলীম আল রাজি বুলেট প্রমুখ। এর আগে মঙ্গলবার সাংসদ পুত্র সনি উপজেলার বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করে তার পিতার পক্ষে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।