মুজিব বর্ষের প্রতিশ্রুতি, জোরদার করি দূর্যোগ প্রস্তুতি এই প্রতিপাদ্য কে সামনে রেখে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসন আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় দিবসটি পালনে পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিমের অংশ গ্রহনে ভূমিকম্প ও অগ্নীকান্ড প্রতিরোধক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আজ বুধবার সকালে উপজেলা টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমানের সঞ্চালনায় এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা আফতাব হোসেনসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগণ ।