বুধবার সন্ধ্যা ৬ঃ০০ঘটিকার সময় রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য, কুড়িগ্রাম জেলার কুড়িগ্রাম সদর ও উলিপুর সহ রাজারহাট সদর ইউনিয়নের তালতলা সর্বজনীন দূর্গা মন্দির পরিদর্শন করেন।তিনি মন্দিরে দূর্গা মায়ের ভক্তি ও প্রার্থনা করেন।পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভোজন সঙ্গীত ও আরতি উপভোগ করেন। ভক্তকূলের উদ্দেশ্য সংক্ষিপ্ত বক্তব্যে মানব জাতির কল্যাণ কামনা করেন।এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা,অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার ফুল দিয়ে ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয় কে বরণ করে নেন।
কুড়িগ্রাম জেলা, কুড়িগ্রাম।