মুন্সিগঞ্জর উপজেলা বালুয়া কান্দি ইউনিয়ন বাসিকে আমার মুজিবীয় সালাম আমি আল আমিন প্রধান বালুয়া কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে আগামী নির্বাচনে যদি আমার নেত্রী তৃণমূলের নেতা হিসাবে নৌকা মার্কা আমাকে দেয় তাহলে আমি নির্বাচন চালিয়ে যাবো ইনশাল্লাহ আমি কেন নৌকার দাবিদার কি কারণে নৌকা পাইতে পারি তা আমি নিচে বর্ণিত করলাম যেমন 1994এর পর থেকে আমি ছাত্রলীগ করি তাম তারপরে একটা না 10বছর ছাএলীগ সভাপতি হিসেবে বালুয়াকান্দি ইউনিয়নে ছিলামআওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে পাঁচ বছর কাটিয়েছি বর্তমানে দ্বিতীয়বারের মতো সাধারন সম্পাক হিসেবে নিয়োজিত আছি এরমধ্যে বিএনপির শাসনামলে বহুবার কারাবন্দি হয়েছিঅনেক আর্থিক লস করিয়াছি কিন্তু কোনদিন রাজপথ ছাড়ি নাই বারবার কারাবন্দি হয়েও বিএনপি’র কাছে মাথা নত করি নাই এখনো ইনশাল্লাহ রাজপথেআছি আগামীতেও থাকবো আমার তৃণমূল নেতাদের বক্তব্য আমরা এমন একটি লোককে নির্বাচিত করতে চাই যেইআমাদের পাশে সব সময় থাকে আপদে-বিপদে যাকে আমরা পাশে পাই সন্ত্রাস ধোকাবাজ হাইব্রিড এদের থেকে বালুয়া কান্দি ইউনিয়ন নিরাপদে থাকতে চায় এই জন্যই আমি ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে নৌকার দাবিদার আমি জানি জনগন আমার পাশে আছে থাকবে ইনশাল্লাহ নেত্রী যদি আমাকে নৌকা দেয় তাহলে আমি নির্বাচন করব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবসময় জনগণ নিয়ে থাকতে চাই জনগন সকল ক্ষমতার মালিক লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন